মাহবুব পিয়াল , ফরিদপুর : ফরিদপুর প্রেসক্লাব সাবেক সহ-সভাপতি , সিনিয়র সদস্য দৈনিক গণসংহতি ও সাপ্তাহিক আল মুয়াজ্জিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মরহুম সৈয়দ আশরাফুল আজম আব্দুর রব এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২ টায় ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম এ্যডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় আলোচনা সভায় ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, তমিজ উদ্দিন তাজ, এমএম জিলানী রুনু, মরহুমের কন্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দা ইসরাত নাজিয়া নাজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, প্রেসক্লাবের সহ-সভাপতি সঞ্জীব দাস, দৈনিক গণসংহতির পত্রিকার সম্পাদক আশীষ পোদ্দার বিমান, দৈনিক দিনপত্রের প্রকাশক এস এম মনিরুজ্জামান,আরটিভি প্রতিনিধি জাকির হোসেন, মাছরাঙ্গা টিভির জাহিদুর রহমানইবু এশিয়ান টিভির সিরাজুল ইসলাম, মরহুমের পুত্র সৈয়দ গালিবুল সাদ্দাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মরহুম সৈয়দ আশরাফুল আজম আব্দুর রব এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুজ্জামান দুলাল।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।