1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ১০ মার্চ ২০২৫ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ১০ মার্চ ২০২৫

  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৩ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

যুক্তরাষ্ট্রে পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ করছে ট্রাম্প প্রশাসন?

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি নাগরিকদের ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। তবে তাদের ভিসা আবেদন প্রক্রিয়ায় অধিকতর যাচাই-বাছাই করা হতে পারে।

যুক্তরাজ্যে শিশু ধর্ষণে দণ্ডিত নারীর মরদেহ মিললো কারাগারে

যুক্তরাজ্যে শিশু ধর্ষণের দায়ে দণ্ডিত রেবেকা হলওয়েকে (৩১) কারাগারে মৃত অবস্থায় পাওয়া গেছে। গত সপ্তাহে কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ডারহামের এইচএম কারাগার লো নিউটনে সাড়ে ১২ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তিনি। সাজা শুরুর পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে তার মৃত্যু হয়।

নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবি, সাবেক রাজার সমর্থনে হাজারও মানুষ

নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানিয়ে হাজারও সমর্থক রাজধানী কাঠমান্ডুতে সমাবেশ করেছে এবং বিলুপ্ত রাজতন্ত্র পুনর্বহালের দাবি জানিয়েছে। পশ্চিম নেপাল সফর শেষে গত রোববার (৯ মার্চ) কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রায় ১০ হাজার সমর্থক রাজাকে স্বাগত জানান।

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি

কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসেবে জয়ী হয়েছেন। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে জয়ী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন মার্ক কার্নি।

সিরিয়ায় বাড়ি-ঘরে ঢুকে হত্যা, মাঠে পড়ে আছে মরদেহ

সিরিয়ায় গত কয়েকদিন ধরে ব্যাপক সংঘর্ষ চলছে। দেশটির উপকূলীয় অঞ্চলে হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিশ্চিত করেছে। মূলত গত বৃহস্পতিবার থেকেই সংঘাতের সূত্রপাত। দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক আসাদের সমর্থকরা সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকবার আক্রমণ এবং অতর্কিত হামলা চালায়। এরা মূলত আসাদ সমর্থিত আলাউইত যোদ্ধা।

‘নির্মম সমঝোতার’ জন্য প্রস্তুত হচ্ছে ইউক্রেন-আমেরিকা

কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের আগুনে জ্বলছে ইউক্রেন। তবে এবার পরিস্থিতির মোড় নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে—হয় এটি হবে একটি কঠোর সমঝোতা, নয়তো আরও শাস্তির সূচনা।

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে ইসরায়েল

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল। তাদের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে ইসরায়েলের এমন পদক্ষেপকে সস্তা এবং এ ধরনের ব্ল্যাকমেইল গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি ছাত্রনেতা গ্রেফতার

গাজায় ইসরায়েলের যুদ্ধবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেফতার করেছেন মার্কিন অভিবাসন কর্মকর্তারা। গত রোববার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিয়ন এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের শুল্কনীতির চাপে দক্ষিণ কোরিয়ার চিপ ও অটো খাত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের হুমকি এবং দেশটিতে বিনিয়োগকারী চিপ নির্মাতাদের জন্য বরাদ্দ বিলিয়ন ডলারের ভর্তুকি বাতিলের প্রতিশ্রুতিতে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ও গাড়ি উৎপাদন খাত বিপাকে পড়েছে।

ভারতের ফ্লাইটে বোমা হামলার হুমকি, মাঝপথ থেকেই ফিরলো দেশে

বোমা হামলার হুমকির পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথ থেকে ভারতে ফিরে গেছে। পরে জানা যায়, এই হুমকি ভুয়া ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews