মাহবুব পিয়াল , ফরিদপুর প্রতিনিধি: জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ ২৫ বাতিলের দাবী নিয়ে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার আয়োজনে বৃহস্পতিবাবার সকাল ১১টায় শহরের কোট চত্বরে জেলা নির্বাচন অফিসের সামনের অফিসের কর্মকর্তা কর্মচারীরা এই মানববন্ধন অংশ নেয়।
দুই ঘন্টা চলা মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো, আলাউদ্দীন। এ সময় তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র অন্যত্র চলে গেলে আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্থ হবে। ১৩ কোটি মানুষের ডাটাবেজ অন্যত্র চলে গেলে তা অরক্ষিত হয়ে যাবে। তারা অবিলম্বে এনআইডি অন্যত্র নেওয়ার ষড়যন্ত্র বন্ধ সহ জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২৫ বাতিলের দাবী করেন তা না হলে তারা আরো বড় ধরনের কর্মসুচি দেবার ঘোষনা দেন।
মানববন্ধনে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা-০১ মোহাম্মদ রবিউল আলম, সিনিয়র নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদসহ নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।