1. admin@thedailypadma.com : admin :
ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতা এবং ‘জনগণের মধ্যে তীব্র ক্ষোভ’ দেখা দেবে - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বুধবার ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ স্বচ্ছ্তার সঙ্গে নির্বাচন আয়োজন করেছে: ঢাবি উপাচার্য আমরা কারচুপির অভিযোগ পেয়েছি: আবিদুল থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার এক বছরের কারাদণ্ড গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত আরও ৫২ জরুরি সংবাদ সম্মেলন ডাকলো ডাকসু নির্বাচনের পর্যবেক্ষক টিম ক্ষোভে ফুঁসে উঠেছে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নের মানুষ, ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢুকার অভিযোগের বিষয়ে ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী যা বললেন

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতা এবং ‘জনগণের মধ্যে তীব্র ক্ষোভ’ দেখা দেবে

  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৩৯ Time View
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কিমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিতিশীলতা এবং ‘জনগণের মধ্যে তীব্র ক্ষোভ’ দেখা দেবে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বিএনপির এই নেতা।
সাক্ষাৎকারে মঈন বলেন, ডিসেম্বর হচ্ছে সর্বসম্মত সময়সূচি। নির্বাচন এর পরে গেলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে। বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেবে।
প্রতিবেদনে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে নয়াদিল্লিতে আশ্রয় নেওয়ার পর গত আগস্টে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি তিনি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।
পরবর্তী নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য করতে সংস্কারের ওপর জোর দিচ্ছেন ড. ইউনূস। এক্ষেত্রে সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। কেননা হাসিনার আমলের নির্বাচনগুলোকে বিএনপি এবং পশ্চিমা দেশগুলো কারচুপির নির্বাচন বলে চিহ্নিত করেছে। যদিও তা হাসিনা অস্বীকার করেছেন। এ মাসের শুরুতে উপদেষ্টা পরিষদের সাবেক একজন সদস্য এবং ছাত্র নেতা নাহিদ ইসলাম বলেছেন, এখনও আইনশৃঙ্খলা পুরোপুরি পুনরুদ্ধার না হওয়ায় এ বছর নির্বাচন করা কঠিন হবে।
তবে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের সদস্য এবং সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল মঈন খান বলেছেন, তার দল এ বছরের মধ্যেই নির্বাচন চায়।
অন্তর্বর্তী সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা তাদের বোঝানোর চেষ্টা করব যে তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সম্মানজনকভাবে পদত্যাগ করা।
মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ নিয়ে বৈঠক করতে ওয়াশিংটনে থাকাকালীন রয়টার্সের সঙ্গে কথা বলেছেন মঈন। বলেছেন, ডিসেম্বর হচ্ছে সর্বসম্মত সময়সূচি। নির্বাচন এর পরে গেলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে। বাংরাদেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেবে। এর অর্থ হচ্ছে অস্থিতিশীলতা তৈরি হতে পারে… সময়ই সিদ্ধান্ত দেবে।
মঈন খানই প্রথম বিএনপির সিনিয়র নেতা, যিনি এ বছর নির্বাচন না হলে এর পরিণতি সম্পর্কে সতর্ক করলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা এবং তার দলের জ্যেষ্ঠ নেতারা পলাতক থাকায় আওয়ামী লীগ কার্যত ভেঙে পড়েছে। এক্ষেত্রে আগামী নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে নাহিদ ইসলামের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছাত্র নেতারা বাংলাদেশের প্রাচীন দল দুটির বাইরে এসে নতুন করে পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
তবে মঈন খান বলেছেন, বিএনপির অভ্যন্তরীণ জরিপ থেকে বোঝা যায়, আগামী নির্বাচনে তারাই সংখ্যাগরিষ্ঠতা পাবে। আর নির্বাচনের সময় ঘোষণা হলেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় ফিরে আসবেন। সম্প্রতিক মাসগুলোকে তারেক রহমান এবং খালেদা জিয়ার বিরুদ্ধে বিগত আমলে হওয়া বেশ কয়েকটি মামলা আদালত কর্তৃক বাতিল করা হয়েছে। ফলত তারেক রহমানের দেশে ফিরে আসতে আর কোনও বাধা নেই।
লিভার সিরোসিস এবং হৃদরোগের চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছেন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া। বর্তমানে তিনি কিছুটা সুস্থ। তবে তার সক্রিয় রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা কম।
সার্বিক পরিস্থিতি অনুযায়ী বিএনপির এখন পর্যন্ত জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মঈন খান। তবে নির্বাচনের পর জাতীয় নাগরিক পার্টিসহ অন্যান্য দলের সঙ্গে একত্রে কাজ করার ইচ্ছা রয়েছে তাদের। মঈন খান বলেছেন, নির্বাচনের পর আমরা গণতন্ত্রের পক্ষের সকলকে নিয়ে সরকার গঠন করতে পারলে খুশি হব। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews