ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হওয়ার পর বুধবার প্রথম জানাজা তাঁর নিজ বিভাগে অনুষ্ঠিত হয়।
বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দিন আহমদসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং নিহত সাম্যের বড় ভাই আনোয়ারুজ্জামান সাগরসহ দলীয় নেতাকর্মীরাও।
জানাজা শেষে সাম্যর মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। সেখানে আরেকটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ২৫ বছর বয়সী সাম্য নিহত হন।
শাহরিয়ার আলম সাম্য ছিলেন স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।
হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সবাইকে ‘বহিরাগত’ বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Leave a Reply