ফরিদপুর প্রতিনিধি : ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে ফরিদপুর মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন, অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
সোমবার (১৯মে) সকাল ৮টা থেকে ইনস্টিটিউট ক্যাম্পাসের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে এ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এ সময় মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী মোহাম্মদ তহারাতুল ইসলাম বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমরা তিন দফা দাবি নিয়ে দেশে বিভিন্ন স্থানে অবস্থিত ৬টি মেরিন ইনস্টিটিউট একযোগে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচি ডাক দিতে বাধ্য হয়েছি।
শিক্ষার্থীদের তিনটি দফার প্রথমে দেওয়া হচ্ছে ২০২৪ সালের ২৮ শে অক্টোবর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্ব অনুষ্ঠিত সবাই গৃহীত (মেরিন ও শিপ বিল্ডিং এর ছাত্রদের ছয় মাসের প্রি সি ট্রেনিং এর মাধ্যমে অফিসার সিডিসি প্রদান) সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।
দ্বিতীয় দাবি, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ ইঞ্জিন মেশিন সংশ্লিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদের মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমা ধারিদের নিয়োগ বিধি চালু করতে হবে।
এবং তিন নাম্বার দাবি হচ্ছে প্রশিক্ষণের মান উন্নয়ন করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন করা না হবে ততদিন পর্যন্ত এই বেকার তৈরীর কারখানায় ৬টি মেরিন ইনস্টিটিউট একযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।