প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৮:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৫, ১:৩৫ পি.এম
সচিবালয়ের কর্মকর্তারা ক্যু অব্যাহত রাখলে পরিণতি হাসিনার মতো হবে: হাসনাত
সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। এই ‘ক্যু’ অব্যাহত রাখলে তাদেরও হাসিনার মতো পতন হবে বলে মন্তব্য করেছেন।
আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকুন।
৫ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে, হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা তাদের ক্যু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের জনগণ সব কিছু পর্যবেক্ষণ করছে। সুতরাং সাবধান!’
সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের মধ্যেই গতকাল রবিবার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ জারি করেছে অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশে চার অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে।
অধ্যাদেশে বলা হয়, অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। আর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলে তাকে কেন দণ্ড আরোপ করা হবে না, সে বিষয়ে আরো সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে সচিবালয়ে আন্দোলন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।