1. admin@thedailypadma.com : admin :
ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ

  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৬ Time View
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৩০ মে) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অসহায়দের মধ্যে কাপড় বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটি সুষ্ঠু, সুন্দর জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরো জাতির মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং জাতির প্রত্যাশার ওপর আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি।
তিনি বলেন, বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই চায় ডিসেম্বরে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয়।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘কেবল একটি দল নির্বাচন চায়’ প্রধান উপদেষ্টার এমন বক্তব্য সঠিক নয়। যথেষ্ট তথ্য না থাকায় তিনি হয়তো এমন মন্তব্য করেছেন। তথ্যগত ভুলের কারণে তিনি এটা বলে থাকলে এ নিয়ে সমালোচনা করবো না।
সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ জিয়াউর রহমান একটি নাম, একটি জিহাদ। শহীদ জিয়ার জন্ম হয়েছিল এ দেশের স্বাধীনতার জন্য। তিনি শাহাদাতবরণ করেছিলেন এ দেশের স্বাধীনতা রক্ষার জন্য।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি রুখে দেওয়ার জন্য জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
আওয়ামী লীগ ও শেখ হাসিনা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, জনগণের চাহিদা, শহীদের রক্তের আকাঙ্ক্ষা বাংলাদেশে অবশ্যই খুনি, ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার দল, তার দোসরদের সমস্ত অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews