ঢাকায় অবস্থিত সুইডেন, নরওয়ে ও ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩০ মে) তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স ও ফার্স্ট সেক্রেটারি পাওলা কাস্ট্রো নেইডারস্টম, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন, ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন উপস্থিত ছিলেন।
এনসিপির পক্ষ থেকে সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।
Leave a Reply