হজের আগেই আড়াই লাখের বেশি মুসল্লিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনার জন্য তাদের ফেরত পাঠানো হয়েছে।
রোববার (০১ জুন) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, হজে অংশ নিতে মক্কায় প্রবেশের জন্য অনুমতি ছাড়া প্রায় দুলাখ ৬৯ হাজার ৬৭৮ জনকে বাধা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এসব মুসল্লি বিনা অনুমতিতে হজ করার পরিকল্পনার অভিযোগে তাদের বের করে দিয়েছে।
সরকার হজে ভিড়ের জন্য অননুমোদিত অংশগ্রহণকারীদের দায়ী করেছে। গত বছরের প্রচণ্ড গ্রীষ্মের তাপে প্রায় এক হাজার ৩০০ জনের মৃত্যুর ঘটনায়ও অনেকাংশে এই অননুমোদিত হজযাত্রীদের দায়ী করা হয়েছে। এই ব্যাপক বহিষ্কারের বিষয়টি হজ পালনে মানুষের আগ্রহের পাশাপাশি অননুমোদিত হজযাত্রার বিশালতা প্রকাশ করে।
বর্তমানে মক্কায় আনুষ্ঠানিকভাবে ১৪ লাখ মুসলিম অবস্থান করছেন। আগামী দিনগুলোতে আরও অনেকে আসবেন বলে আশা করা হচ্ছে। সৌদি নিয়ম অনুসারে, অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টাকারীদের জন্য ৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা এবং নির্বাসনের মতো শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। এই নীতি সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী বাসিন্দাদের ক্ষেত্রেও প্রযোজ্য।
মক্কায় একটি সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, তারা দুলাখ ৬৯ হাজার ৬৭৮ জনকে অনুমতি ছাড়া শহরে প্রবেশে থেকে বিরত রেখেছেন। নিয়ম অনুযায়ী, এমনকি বছরব্যাপী মক্কায় বসবাসকারীদেরও হজ্জ পালনের জন্য অনুমতি প্রয়োজন।
প্রতিবেদনে বলা হয়েছে, হজের নিয়ম লঙ্ঘনের জন্য ২৩ হাজারের বেশি জনেরও বেশি সৌদি বাসিন্দার উপর জরিমানা আরোপ করা হয়েছে এবং ৪০০টি হজ্জ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে।
সৌদি কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-ওমারি গণমাধ্যমকে বলেন, হজযাত্রী আমাদের দৃষ্টিতে রয়েছেন, এবং যারা নিয়ম অমান্য করবে, তারা আমাদের হাতে ধরা পড়বে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।