বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:
২ হাজারেরও বেশি ব্যক্তিকে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে ভারত
পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর চালানোর পর দুই হাজারেরও বেশি ব্যক্তিকে বাংলাদেশে ‘পুশ ইন’ বা ঠেলে দিয়েছে ভারত। ভারতীয় সূত্রগুলোর দাবি, অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে অভিযানের প্রভাবে প্রায় দুই হাজার বাংলাদেশি স্বেচ্ছায় ভারত-বাংলাদেশ সীমান্তে হাজির হয়ে দেশে ফেরার চেষ্টা করেছেন, যাতে তারা আটক না হন কিংবা আইনি ঝামেলায় না পড়েন।
খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি, নিহত ৩২
খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, রোববার (১ জুন) সকালে দক্ষিণ গাজার রাফাহতে একটি খাদ্য বিতরণকেন্দ্রে জড়ো হওয়া হাজার হাজার বেসামরিক নাগরিকের ওপর ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গুলি চালানো হয়।
‘আরব মন্ত্রীদের পশ্চিম তীর ঢুকতে না দিয়ে উগ্রতা দেখিয়েছে ইসরায়েল’
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় আরব পররাষ্ট্রমন্ত্রীদের একটি প্রতিনিধিদলকে প্রবেশের অনুমতি না দিয়ে ইসরায়েল শান্তিপ্রক্রিয়া প্রত্যাখ্যানের পাশাপাশি ‘উগ্রতা’ প্রদর্শন করেছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। জর্ডানের রাজধানী আম্মানে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
৪ বছরের মধ্যে ন্যাটো দেশগুলোর ওপর হামলা চালাতে পারে রাশিয়া
সিঙ্গাপুরে আয়োজিত প্রতিরক্ষাবিষয়ক ‘শাংরি-লা’ সংলাপের ফাঁকে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জার্মান প্রতিরক্ষাপ্রধান জেনারেল কার্সটেন ব্রয়েয়ার বলেন, রাশিয়া প্রতিবছর প্রায় দেড় হাজার প্রধান যুদ্ধট্যাংক তৈরি করছে। এই ট্যাংকগুলোর সবই ইউক্রেনে ব্যবহৃত হচ্ছে না। অনেক ট্যাংক মজুত রাখা হচ্ছে ও পশ্চিমা দেশগুলোর দিকে তাক করে নতুন সামরিক কাঠামোর অংশ করা হচ্ছে।
লাতিন আমেরিকার ৫ দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিলো চীন
লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের নাগরিকদের জন্য চীন প্রথমবারের মতো ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছে। ২০২৫ সালের ১ জুন থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু ও উরুগুয়ের নাগরিকরা ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন এবং সর্বোচ্চ ৩০ দিন সেখানে অবস্থান করতে পারবেন। এই নীতিটি পরীক্ষামূলকভাবে কার্যকর থাকবে ৩১ মে ২০২৬ পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থি বিক্ষোভে পেট্রলবোমা নিক্ষেপ, আহত ৮
যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থি একটি বিক্ষোভে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় আটজন আহত হয়েছে। দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে ইসরায়েলি জিম্মিদের প্রতি সমর্থন জানিয়ে এক সমাবেশে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়ে এক ব্যক্তি মোলোটভ ককটেল ছুঁড়ে মারলে বেশ কয়েকজন আহত হন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতের হাতে মিয়ানমারের ১০ বিদ্রোহী নিহত, মণিপুর সীমান্তে আতঙ্ক
ভারত-মিয়ানমার সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে মিয়ানমারের পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)-এর অংশ ‘পা কা ফা’ (পিকেপি) গোষ্ঠীর ১০ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন কিশোর রয়েছে। এই ঘটনা ঘটেছে গত ১৪ মে ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার সীমান্তবর্তী এলাকায়। তবে এই অভিযানের ব্যাখ্যা নিয়ে ভারত ও মিয়ানমারের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র মতানৈক্য।
ইউক্রেনের দেড় শতাধিক ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রাশিয়ায় রাতভর দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কো জানিয়েছে, তারা ইউক্রেনের ১৬২টি ড্রোন ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার (২ জুন) এ তথ্য নিশ্চিত করেছে। তুরস্কে কিয়েভ এবং মস্কোর দ্বিতীয় দফা সরাসরি আলোচনা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগেই এমন খবর পাওয়া গেলো।
নাইজেরিয়ায় ব্রিজ থেকে বাস পড়ে ২২ অ্যাথলেট নিহত
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি বাস ব্রিজ থেকে পড়ে যাওয়ার ঘটনায় ২২ অ্যাথলেট নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় কানো রাজ্য ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় গভর্নর জানিয়েছেন, একটি বাস দুর্ঘটনায় জাতীয় ক্রীড়া ইভেন্ট থেকে বাড়ি ফেরার সময় ২২ জন অ্যাথলেট নিহত হয়েছেন।
বিদেশে উচ্চশিক্ষায় আমিরাতি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শিক্ষার্থীদের জন্য নতুন ও বাধ্যতামূলক মানদণ্ড অনুমোদন করেছে দেশটির সরকার। সোমবার (১ জুন) এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। আমিরাতি শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতি বাড়ানো ও বিদেশে শিক্ষাবৃত্তির সুযোগকে জাতীয় লক্ষ্য অনুযায়ী পরিচালিত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
Leave a Reply