1. admin@thedailypadma.com : admin :
জুলাই সনদ হবে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে: অধ্যাপক আলী রীয়াজ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

জুলাই সনদ হবে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে: অধ্যাপক আলী রীয়াজ

  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৪ Time View

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, সংস্কার কার্যক্রমে বিভিন্ন কমিশনের প্রস্তাব চূড়ান্ত নয়। রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকে সংশোধিত প্রস্তাব নিয়ে জাতীয় সনদ (জুলাই সনদ) তৈরি হবে।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে তিনি এসব কথা বলেন। বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় পর্যায়ের বিষয়ভিত্তিক আলোচনা শুরু হয়েছে। গত সোমবার এই দ্বিতীয় পর্বের আলোচনা উদ্বোধন করা হয়।

আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসে জাতীয় সনদ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজকের বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধিসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর পারস্পরিক যুক্তি-তর্ক ও আলোচনায় অনেক ক্ষেত্রেই অবস্থান পরিবর্তন আসতে পারে। সময় কম থাকলেও জনগণ যাতে আমাদের কাজ সম্পর্কে জানে, সেই কারণে আলোচনাগুলো সরাসরি সম্প্রচার করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যেসব প্রস্তাবে ঐকমত্য হবে না, সেগুলো জাতীয় সনদে অন্তর্ভুক্ত হবে না। ঐ বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করবে, যা জনগণের কাছে উপস্থাপিত হবে।’

জাতীয় ঐকমত্য কমিশন আশা করছে আগামী মাসের মধ্যে জুলাই সনদ তৈরি সম্পন্ন করা যাবে। অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘সংস্কারের সুপারিশে ন্যূনতম ঐকমত্য নিশ্চিত করা প্রয়োজন।’

আজকের আলোচনায় ৩০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, যার মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণফোরাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং অন্যান্য।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মো. আয়ুব মিয়া, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, এমদাদুল হক ও ইফতেখারুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews