বাংলাদেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহসহ দেশের বিভাগীয় শহরগুলোর প্রধান ঈদ জামাতের সময়সূচি চূড়ান্ত হয়েছে। প্রতিবারের মতো এবারও ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ মাঠে। পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহেও নির্ধারিত স্থান ও সময়ে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।
ঢাকায় ঈদুল আজহার প্রধান জামাত
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল সাড়ে ৭টায়। ইতিমধ্যে হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ মাঠে প্রায় ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জামাতে ইমামতি করবেন।
আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে সকাল ৮টায় বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে এবার পাঁচটি জামাতের ব্যবস্থা রাখা হয়েছে, যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি জামাত হবে। অন্যান্য হল ও খেলার মাঠেও জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে। মহানগরীর ১০০টির বেশি ঈদগাহ এবং দেড় হাজারের বেশি মসজিদে জামাত আয়োজন থাকবে।
চট্টগ্রামে ঈদের জামাত
চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায়। দ্বিতীয় জামাত হবে একই স্থানে সকাল সাড়ে ৮টায়। এ ছাড়া লালদীঘির পাড়, চসিক শাহী জামে মসজিদ, সুগন্ধা, চকবাজার, জহুর হকার্স মার্কেটসহ বিভিন্ন এলাকায় সকাল সাড়ে ৭টায় জামাত হবে। এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠেও সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
রাজশাহীর ঈদ জামাত
রাজশাহীতে প্রধান জামাত হবে হজরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৮টায় দরগাহ জামে মসজিদে বিকল্প জামাত হবে।
খুলনার সময়সূচি
খুলনার সার্কিট হাউস মাঠে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়। আবহাওয়া খারাপ হলে খুলনা টাউন জামে মসজিদে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে। আরও দুটি জামাত হবে সাড়ে ৮টা ও ১০টায়। খুলনা আলিয়া মাদ্রাসা, খুলনা বিশ্ববিদ্যালয় ও নগরের বিভিন্ন ওয়ার্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বরিশালের আয়োজন
বরিশালের বান্দ রোড হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। আমতলা মোড়, চরমোনাই দরবার শরিফ (সকাল ৯টা), গুঠিয়া বায়তুল আমান মসজিদ (সকাল ৮টা) ও বিভিন্ন মসজিদেও জামাতের আয়োজন থাকবে।
সিলেটে ঈদের নামাজ
সিলেট শাহী ঈদগাহ ময়দানে প্রধান জামাত হবে সকাল ৮টায়। বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত এবং সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৭টায় আরেকটি জামাতের আয়োজন করা হয়েছে।
রংপুরের জামাত সময়
রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায়। আবহাওয়াজনিত সমস্যা হলে জেলা মডেল মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহে ঈদের জামাত
ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত এবং সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। বড় মসজিদ ও মাদানী নূর মার্কাজ মসজিদে পৃথক সময়ে জামাতের আয়োজন রয়েছে।
শোলাকিয়া ও দিনাজপুরে বৃহত্তম জামাত
প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ। শোলাকিয়া স্পেশাল নামে দুটি ট্রেনেরও ব্যবস্থা রয়েছে।
দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে। আয়োজকদের দাবি, এখানে একসঙ্গে পাঁচ থেকে ছয় লাখ মানুষ নামাজ আদায় করতে পারেন।
সার্বিক প্রস্তুতি
দেশের সব বিভাগীয় শহর ও জেলা-উপজেলা পর্যায়ে ঈদের জামাত সুষ্ঠ ও নিরাপদভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনগুলো প্রস্তুত রয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প স্থানও নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply