1. admin@thedailypadma.com : admin :
আজ শেষ হচ্ছে ইলিশ শিকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

আজ শেষ হচ্ছে ইলিশ শিকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা

  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫০ Time View

ইলিশের প্রজনন ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জারিকৃত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বুধবার (১১ জুন) রাত ১২টায়। এরপর বৃহস্পতিবার থেকে আবারও সমুদ্রে মাছ ধরতে নামবেন উপকূলীয় জেলেরা। ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন পটুয়াখালীর আলীপুর ও মহিপুর এলাকার জেলেরা।

জেলেরা ট্রলার মেরামত, জাল সেলাই, বরফ সংগ্রহ ও খাদ্য মজুতসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। আলীপুর বন্দরের জেলে ইউনূস মিয়া জানান, দীর্ঘ ২৩ বছর সমুদ্রে গেলেও এখনও সরকারি প্রণোদনার তালিকায় তার নাম নেই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “অনেকে জেলে না হয়েও প্রণোদনা পেয়েছে।”

মৎস্যজীবী কাদের পহলান জানান, “৫৮ দিন ধারদেনা করে চলেছি। সরকার যে চাল দিয়েছে, তা দিয়ে সংসার চলেনি। এখন সমুদ্রে গিয়েও যদি ইলিশ না পাই, তাহলে বিপদ বাড়বে।”

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলত। তবে এবার ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সময়ের সামঞ্জস্যতা আনতে নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করা হয় ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত। এ সময়কালে মাছ ধরা, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি ছিল সম্পূর্ণ নিষিদ্ধ।

নিষেধাজ্ঞা কার্যকর করতে মাঠে ছিল কোস্টগার্ড, নৌ পুলিশ, স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ। আইন ভাঙায় বেশ কয়েকজনকে জরিমানা ও কারাদণ্ডও দেওয়া হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা মিয়া বলেন, “জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলেছে। আশা করছি, এবার মাছের সরবরাহ বাড়বে এবং বাজারে দাম কিছুটা কমবে।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ছিল ইলিশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ। তা সফলভাবে বাস্তবায়ন হয়েছে। জেলেরা এর সুফল পাবেন। প্রণোদনার পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews