গত ২৪ ঘণ্টায় দেশে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে কারও মৃত্যু হয়নি। সব আক্রান্তই ঢাকা মহানগরের বাসিন্দা।
বুধবার (১১ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০৭টি নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে।
সুস্থ হয়েছেন আরও ২ জন। মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জন।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট—প্রতিদিন ২৬৪ জন করে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।