২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল জুলাইয়ের প্রথমার্ধে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
তিনি বলেন, “লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের বিধান রয়েছে, এবারও সে সময়সীমার মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে।”
গত ১৩ মে শেষ হয়েছে এসএসসির লিখিত পরীক্ষা। ফলে ১৩ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন এবং তা যথাসময়ে বোর্ডে জমা পড়বে বলে জানান তিনি।
এ বছর ৯টি সাধারণ বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেন। মোট কেন্দ্র সংখ্যা ৩ হাজারের বেশি।
সব মিলিয়ে ফল প্রকাশের প্রস্তুতি এগিয়ে চলেছে পরিকল্পনা অনুযায়ী।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।