বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:
বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি টাকা উদ্ধারে ব্রিটিশ সরকারের সমর্থন চান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু তার সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ প্লেন দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন এক যুবক। আহমেদাবাদ পুলিশই ওই ব্যক্তির বেঁচে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ওই যুবকের নাম বিশ্বাস কুমার রমেশ। তিনি ছাড়া ২৪২ যাত্রীর ২৪১ জনই মারা গেছেন বলে দাবি ভারতীয় সংবাদমাধ্যমগুলোর।
গাজা থেকে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে উৎখাতের যে উচ্চাকাঙ্ক্ষা ইসরায়েল পোষণ করছে, তার এক অদ্ভুত রূপ সামনে এসেছে। তারা এখন এক দুর্নীতিপরায়ণ, বিতর্কিত গ্যাংস্টারকে অস্ত্র সরবরাহ করছে। এই ব্যক্তির নাম ইয়াসের আবু শাবাব। তিনি ‘পপুলার ফোর্সেস’ নামের একটি মিলিশিয়া গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন, যার জনসমর্থন প্রায় নেই বললেই চলে। এমনকি নিজের বেদুইন গোত্র ‘তারাবিন’ পর্যন্ত তাকে ত্যাগ করেছে।
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত প্লেনের সব আরোহী নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের প্লেনটি। স্থানীয় বি.জে. মেডিকেল কলেজের একটি ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয় সেটি।
ইরাকের দূতাবাস থেকে কর্মীদের আংশিকভাবে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির বেশ কিছু সরকারি সূত্র জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের স্বজনদের ইরাক থেকে সরিয়ে নেওয়া হবে।
এয়ার ইন্ডিয়ার প্লেনটি আহমেদাবাদের বি.জে. মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়েছে, সেখানকার ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের চিকিৎসকদের সংগঠন ফেডারেশন অব অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (ফাইমা) এই তথ্য জানিয়েছে।
২০২৫ সালে ভারতের রাজনৈতিক মহলে দেখা গেলো এক নাটকীয় বাঁক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি গত ৩০ এপ্রিল ঘোষণা করেছে, আসন্ন জনগণনার মধ্যে জাতিগত (কাস্ট) হিসাব অন্তর্ভুক্ত থাকবে। এই সিদ্ধান্ত আরএসএস বা সংঘ পরিবার-সমর্থিত ঐতিহ্যবাহী অবস্থানের সম্পূর্ণ বিপরীত। আগে তারা বলতেন, জাতিগত শুমারি হিন্দুদের বিভক্ত করবে।
ভারতে বিধ্বস্ত লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের প্লেনটি মোদীর রাজ্য গুজরাটের বি.জে. মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর পড়ে।। এতে অন্তত পাঁচ মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন স্নাতক পর্যায়ের ছাত্র এবং একজন পিজিটি (পোস্টগ্র্যাজুয়েট রেসিডেন্ট)।
ভারতের গুজরাটের আগে আর কখনোই বোয়িং ৭৮৭ প্লেন এভাবে ভেঙে পড়েনি। প্রায় ১৪ বছর আগে এই মডেলটি বাজারে এনেছিল মার্কিন সংস্থা বোয়িং। ছয় সপ্তাহ আগে ড্রিমলাইনার মডেলের প্লেনে ১০০ কোটি যাত্রী বহন করার মাইলফলক অর্জন করে তারা।
বিদেশে অর্থপাচারে অভিযুক্ত ধনকুবেরদের সঙ্গে আর্থিক ‘সমঝোতায়’ পৌঁছানোর ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, অন্তর্বর্তী সরকার ইঙ্গিত দিয়েছে যে তারা দেশ থেকে অর্থপাচারের অভিযোগে অভিযুক্ত ধনী ব্যক্তিদের সঙ্গে আর্থিক সমঝোতায় সম্মত হতে পারে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।