দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আবার ২৬ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলার অতিক্রম করেছে। নিট রিজার্ভও বেড়ে দুই হাজার ৭৭ কোটি ডলার হয়েছে।
সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ায় এবং বিশ্বব্যাংকের ঋণ বাবদ ২৫ কোটি ডলার ছাড় করায় রিজার্ভ বেড়েছে। রিজার্ভ বাড়ায় ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরও এর দাম স্থিতিশীল রয়েছে।
রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
গত মে মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধ করার পর গ্রস রিজার্ভ ২৫ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছিল। তা এখন বেড়ে ২৬ বিলিয়ন ডলার অতিক্রম করেছে অর্থাৎ দুই হাজার ৬০৬ কোটি ডলার। পাশাপাশি নিট রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল। এখন তা বেড়ে পৌনে ২১ বিলিয়ন ডলারের কাছাকাছি অর্থাৎ দুই হাজার ৭৭ কোটি ডলার। আর ২৩ কোটি ডলার বাড়লেই নিট রিজার্ভ ২১ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।