সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারিতে রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। জাপানের প্রতিপক্ষকে হারিয়ে ছয় বছর পর এ ইভেন্টে শীর্ষে উঠলো বাংলাদেশ।
শুক্রবার (২০ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারির রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ।
প্রথম সেটে আলিফ করেন ২৮ স্কোর, প্রতিপক্ষ গাকুতো করেন ২৭। এতে আলিফ ২-০ সেটে এগিয়ে যান। দ্বিতীয় সেটেও আলিফের দাপট ছিল—তিনি করেন ২৯, আর গাকুতো ২৮। তাতে বাংলাদেশের এগিয়ে থাকার ব্যবধান দাঁড়ায় ৪-০।
তৃতীয় ও চতুর্থ সেটে ফিরে আসে জাপানি আর্চার। গাকুতো যথাক্রমে ২৮ ও ২৭ স্কোর করলে আলিফ করেন ২৭ ও ২৬। ফলে সমতা আসে ৪-৪ সেট পয়েন্টে।
পঞ্চম ও শেষ সেটে শিরোপা নির্ধারণ হয়। সেখানে আলিফ করেন ২৯, গাকুতো করেন ২৬। ফলে ৬-৪ সেটে জয় পায় বাংলাদেশ।
এই জয়ের মাধ্যমে ছয় বছর পর আবারও এশিয়ান আর্চারিতে সোনা ঘরে তুললো বাংলাদেশ।
Leave a Reply