দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ জন। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। মৃত্যুবরণকারীদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে তিনজন চট্টগ্রামে, একজন ঢাকা ও একজন রাজশাহীতে মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২২ জুন পর্যন্ত মোট ৫ হাজার ৫৯৮টি নমুনা পরীক্ষা করে ৪৩৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।
নতুন করে ৩৬ জন শনাক্ত হওয়ায় মহামারির শুরু থেকে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন। আর এই রোগে এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৫১৫ জন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।