খোন্দকার ইয়াকুব আলী; ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর । জানা গেছে আজ বুধবার বিকেল তিনটায় দুই শিক্ষার্থী
১। রেজায়ে রাব্বি তামিম (২১), পিতা - শওকত হোসেন, সাং- মেদী আশুলাই, থানা- কালিয়াকৈর, জেলা- গাজীপুর
২। আব্দুল্লাহ আল মারুফ (২০), পিতা- মোজাম্মেল হক শামীম, গ্রাম- উত্তর শরীফপুর, থানা- সুধারাম, জেলা - নোয়াখালী।
তারা তাদের কয়েকজন বন্ধুরা মিলে ধলার মোড় পালডাঙ্গি গ্রামে পদ্মা নদীতে গোসল করতে আসে। গোসল করার সময় পদ্মা নদীর পানির স্রোতে দুজন ডুবে যায়। ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস, থানা পুলিশ, ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিএন্ডবি ঘাট রেজওয়ান মোল্লা জেনারেল হাসপাতাল নিয়ে আসেন।
উক্ত হাসপাতালে চিকিৎসায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।উল্লেখ করে যেতে পারে উক্ত দুই ছাত্র এপি ছাত্রবাস ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ইনস্টিটিউট থাকতেন । তারা প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। মৃতদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।