দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। ফলে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৭ শতাংশ।
এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৬২ জন। তবে মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২৩ জনেই অপরিবর্তিত রয়েছে, কারণ নতুন করে কোনো মৃত্যু ঘটেনি।
উল্লেখ্য, বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে। বর্তমানে দেশে করোনার প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।