দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৫৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল অঞ্চলে সর্বাধিক ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরে ৭৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪৫ জন, চট্টগ্রামে ৩২ জন, রাজশাহীতে ২৯ জন, খুলনায় ১৪ জন, ময়মনসিংহে ৫ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে ২ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২১ জন নারী। এ সময়ের মধ্যে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৪৫৬ জন রোগী।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এডিস মশার বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতা ও স্থানীয় প্রশাসনের তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।