ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশ সংবলিত অডিও ফাঁস কিংবা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগ গঠন—এইসব ঘটনার পরও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের অবস্থানে এখনো কোনো পরিবর্তন হয়নি বলে জানাচ্ছে দিল্লির ওয়াকিবহাল মহল।
বিবিসি বাংলা‘র প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার বিচার দাবিতে বাংলাদেশ সরকারের কোনো অনুরোধ ভারত এখনো আমলে নেয়নি এবং তাকে বিচারের জন্য প্রত্যর্পণ করার কোনো সম্ভাবনাও নেই বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভারতে আশ্রয় নেওয়ার পর গত ১১ মাস ধরে শেখ হাসিনা নিয়মিতভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন। ৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তাঁর সর্বশেষ লাইভে এই প্রসঙ্গগুলোর কোনোটিই আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেননি তিনি।
এদিকে, বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং শেখ হাসিনার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাঝে বাড়ছে আলোচনার ঘনত্ব। কিন্তু দিল্লির কূটনৈতিক মহলে এখনো তাকে নিয়ে আগের অবস্থানেই অনড় থাকতে দেখা যাচ্ছে।
Leave a Reply