ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে এক বছর বয়সী একটি শিশুও রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এখনও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।
শনিবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। ধসে পড়া ভবনটিতে বসবাসরত একটি পরিবারের ১০ সদস্য এবং পার্শ্ববর্তী কয়েকজন ধ্বংসস্তূপে চাপা পড়েন।
ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং এখনও তা চলছে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে এক নারী ও এক পুরুষের মৃতদেহ উদ্ধার করে জিটিবি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সকাল ৭টা ৪ মিনিটে ওয়েলকাম থানায় ঈদগাহের কাছে চারতলা ভবন ধসের খবর পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় ভবনের তিন তলা সম্পূর্ণভাবে ধসে পড়েছে।
উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে, এবং কতজন এখনো আটকা আছেন তা নিশ্চিত করার চেষ্টা চলছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।