মাহবুব পিয়াল ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মমিন খারঁ হাট বাজার পরিচালনা কমিটির আয়োজনে জুলাই-আগষ্ট আন্দোলনে নিহত সকল শহিদের স্বরণ ও মমিন খারঁ হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মির্জা প্রিন্স আলির বিরুদ্ধে হয়রানি মূলক মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত।
শুক্রবার (১১জুলাই)রাতে মমিন খারঁ হাট চাউল বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নর্থচ্যানেল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম ফুল খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর মাধবদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম। সমাবেশে ৭নং অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল আলম, মমিন খারঁ হাট বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল মান্নান বেপারি, বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মোল্লা, মমিন খারঁ হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বেপারি, মমিন খারঁ হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদি প্রবাসী দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মির্জা প্রিন্স আলি, মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম মোল্লা, মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরোয়ার হোসেন, অ্যাডভোকেট বশির মিয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল মোল্লা, বিএনপি নেতা আবুল কাশেম শেখ, কৃষকদল চর মাধবদিয়া ইউনিয়ন এর সভাপতি সূর্য খান, খোকন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও আপামরসাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সমাবেশের শুরু হয় এবং জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের স্বরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।