সমাবেশে বক্তব্য দিতে গিয়ে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। আজ শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনার ঘটে। এ সময় উঠে দাঁড়িয়ে ফের বক্তব্য দিতে গেলে দ্বিতীয় পড়ে যান জামায়াত আমীর। এ সময় স্টেজে শুয়ে পড়েন তিনি। উপস্থিত ডাক্তার জানান, তার পক্ষে আর বক্তব্য দেওয়া ঠিক হবে না।
শনিবার (১৯ জুলাই) বিকেলে সমাবেশের শেষ দিকে বক্তব্য দিতে ডায়েসে আসেন জামায়াত আমীর। কিছুক্ষণ কথা বলার পর তিনি অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা তাকে ধরেন। অল্প সময়ের মধ্যেই তিনি আবার উঠে দাঁড়ান। পরবর্তীতে মঞ্চে বসেই তিনি বক্তব্য আবার শুরু করেন।
মিনিট দুয়েকের মধ্যে ডা. শফিকুর রহমান আবার বক্তব্য দেয়ার জন্য ডায়াসে দাঁড়ান। এ সময় জামায়াত নেতারা তাকে ধরে থাকেন। তবে একটু পরই তিনি আবার পড়ে যান। পরে মঞ্চে বসে বক্তৃতা দেন।
ডা. শফিকুর রহমান যখন মঞ্চে দ্বিতীয়বার পড়ে যান, তখন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, চিকিৎসকরা বলেছেন, অতি গরমের কারণে তিনি (ডা. শফিকুর রহমান) অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আর বক্তব্য দিতে পারবেন না। এমন কথা বলতে বলতে নায়েবে আমির শুনতে পান, জামায়াত আমির বসে থেকেই বক্তৃতা দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
পরপরই বসে বক্তব্য দেয়া শুরু করেন ডা. শফিকুর রহমান। শুরুতে জামায়াত আমির বলেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন ততক্ষণ লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। মুক্তি অর্জন না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। যদি মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে মালিক হব না, সেবক হবো।
Leave a Reply