বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:
ট্রেনে উপচে পড়া ভিড় কমাতে যে পদক্ষেপ নিচ্ছে মুম্বাই
মুম্বাইয়ের প্রাণ বলে পরিচিত লোকাল ট্রেনের অতিরিক্ত ভিড় কমাতে মহারাষ্ট্র সরকার এক উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে। এর মূল উদ্দেশ্য হলো পিক আওয়ার বা ব্যস্ত সময়ের চাপ কমানো এবং সরকারি-বেসরকারিখাতে ধাপে ধাপে অফিস টাইম চালু করা। অর্থাৎ অফিস টাইম আলাদা আলাদা করা।
যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে ইরান
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে ইরান। রোববার (২০ জুলাই) দেশটির এক শীর্ষ সেনা কর্মকর্তার বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এবার মধ্য গাজা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর
ইসরায়েলি সেনাবাহিনী মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নতুন নির্দেশ জারি করেছে। সেখানে আগে থেকেই হাজার হাজার গাজাবাসী আশ্রয় নিয়েছে। এই এলাকায় এখন পর্যন্ত সামরিক অভিযান চালায়নি ইসরায়েল।
ইমরান খানের ছেলেদের গ্রেফতারের হুমকি পাকিস্তান সরকারের
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ পাকিস্তান সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তাদের সন্তানদের বাবার সঙ্গে যোগাযোগ করতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি, বাবার সঙ্গে দেখা করতে এলে ছেলেদের গ্রেফতার করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
শান্তি আলোচনায় প্রস্তুত পুতিন, তবে লক্ষ্য অর্জনই প্রধান: ক্রেমলিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে প্রস্তুত থাকলেও, মস্কোর মূল লক্ষ্য হলো নির্ধারিত উদ্দেশ্য অর্জন করা। এমনটাই জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রোববার (২০ জুলাই) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা
রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের উপকূলে একটি ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি গভীরে আঘাত হানে বলে জানিয়েছে জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড) ও ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।
বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করলো চীন, ভারতের উদ্বেগ
তিব্বতে ইয়ারলুং সাংপো (বাংলাদেশে ব্রহ্মপূত্র) নদীর ওপর বিশ্বের সবচেয়ে বড় বাধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং শনিবার (১৯ জুলাই) তিব্বতের মালভূমিতে এই প্রকল্পের উদ্বোধন করেন।
দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪
দক্ষিণ কোরিয়ায় বন্যা এবং ভূমিধসে এখন পর্যন্ত কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। খবর বিবিসির।
গাজায় একদিনে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
গাজায় একদিনে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। শনিবার আরও কমপক্ষে ১১৬ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে ৩৮ জন রাফার ত্রাণকেন্দ্রে খাবারের জন্য অপেক্ষা করছিল। খবর আল জাজিরার।
রাশিয়াকে নতুন করে শান্তি আলোচনার প্রস্তাব জেলেনস্কির
আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন দফায় শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। গত মাসে দুদেশের মধ্যে আলোচনা স্থগিত হওয়ার পর নতুন করে মস্কোকে এই প্রস্তাব দিলো কিয়েভ। খবর আল জাজিরার।
২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত যুবরাজ’
সৌদি আরবের ‘স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজপুত্র’ হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ মারা গেছেন। একটি গাড়ি দুর্ঘটনার পর থেকে প্রায় ২০ বছর ধরে তিনি কোমায় ছিলেন। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু, নিখোঁজ ৮
ভিয়েতনামের দর্শনীয় পর্যটন কেন্দ্র হা লং বেতে পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আটজন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।