1. admin@thedailypadma.com : admin :
বিমান বিধ্বস্ত: বাংলাদেশ বিমান বাহিনীর শোক বার্তা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

বিমান বিধ্বস্ত: বাংলাদেশ বিমান বাহিনীর শোক বার্তা

  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৬ Time View

উত্তরার মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

এক শোকবার্তায় তারা বলেছে, সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার ঢাকা থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, এই আকস্মিক দুর্ঘটনায় বিমান বাহিনীর বৈমানিক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এছাড়া সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। সম্মানিত বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায় সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া বিমান বাহিনীর উদ্ধারকারী দল অদ্যবধি পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সদস্যগণ উদ্ধার কার্যক্রমে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছেন। এই অনাকাঙ্খিত দুর্ঘটনায় আহত সকলকে ইতোমধ্যে বিমান বাহিনীর হেলিকপ্টারসহ অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হয়েছে। জরুরি রক্তদানসহ সকল প্রকার সহায়তা প্রদানের নিমিত্তে বিমান বাহিনীর ৫০ সদস্য বিশিষ্ট একটি দল বিভিন্ন হাসপাতালে নিয়োজিত রয়েছেন। এছাড়া অতিরিক্ত ১৫০ জন সদস্য জরুরি সহায়তার জন্য অপেক্ষমান রয়েছেন।

ইতোমধ্যে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান বাহিনীর একটি জরুরি সেল চালু করা হয়েছে এবং এই সেল প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে রক্তদাতা প্রেরণের জন্য ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবে।

যোগাযোগ-০১৭৬৯৯৯৩৫৫৮ (হোয়াটসঅ্যাপসহ)। এছাড়াও বিমান বাহিনীর কন্ট্রোল সেন্টার -০১৭৬৯৯৯৩৮৮৮, ০২-৫৫০৬৩৫৭০।

সম্মানিত বিমান বাহিনী প্রধান একটি সরকারি সফরে তুরস্কের উদ্দেশে যাত্রা করেছিলেন। ঘটনার আকস্মিকতায় অবিলম্বে তিনি সফর বাতিল করেন। তুরস্ক এয়ারপোর্ট থেকেই দেশের উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করেন। সম্মানিত বিমান বাহিনী প্রধান বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews