প্রথম টি-টোয়েন্টি জেতার আনন্দ থেমে গেল ভয়াবহ বিমান দুর্ঘটনায়। মর্মান্তিক দুর্ঘটনার পর অনেক ক্রিকেটার বাড়িতে নিজের বাচ্চাদের খোঁজ নিতে শুরু করেন।
ক্রিকেটাররা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
শোকের আবহে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজ মাঠে নামবে স্বাগতিকরা। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। সিরিজ জিতলে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি উৎসর্গ করবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।
রোববার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় পেয়েছে সাত উইকেটের বড় ব্যবধানে। পাকিস্তানকে মাত্র ১১০ রানে অলআউট করে ২৭ বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।
একদিনের ব্যবধানে আরেকটি ম্যাচ। দুদলই সোমবার অনুশীলন করেনি। আজ কালো ব্যাজ পরে বাংলাদেশ দল মাঠে নামবে। ম্যাচ শুরুর আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।
সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচ হারের পর পাকিস্তান সফরে হেরেছিল বাংলাদেশ। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের পর দেশে ফিরে দাপট ধরে রেখেছেন লিটনরা। এবার বাংলাদেশের সামনে টানা দ্বিতীয় সিরিজ জয়ের হাতছানি।
শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই সিরিজ নিশ্চিত। সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে লিটন বলেন, ‘শ্রীলংকা থেকে আমাদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজটা খুব ভালো খেলে এসেছি। সবাই আত্মবিশ্বাসী। চেষ্টা করছি আত্মবিশ্বাস ধরে রাখার।’
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।