বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:
খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তার পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুর আমন্ত্রণে মোদীর রাষ্ট্রীয় সফর
মালদ্বীপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৫ থেকে ২৬ জুলাই পর্যন্ত মালদ্বীপে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। এই সফরটি মালদ্বীপ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীর সঙ্গে মিলে যাওয়ায় বিশেষ তাৎপর্য বহন করছে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন মাত্রা যুক্ত করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চুলার শিখার চেয়ে দ্বিগুণ ভয়াবহ জেট ফুয়েলের আগুন, পানিতে আরও বাড়ে
এলপিজি বা প্রাকৃতিক গ্যাসের শিখার তাপমাত্রা সাধারণত ১০০-১২০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। আবার কাঠ বা কয়লার আগুনের তাপমাত্রা ৬০০-১০০০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। কিন্তু জেট ফুয়েলের শিখা খোলা পরিবেশে ১৫০০-২০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উৎপন্ন করতে পারে। অর্থাৎ সাধারণ আগুনের তুলনায় জেট ফুয়েলের আগুনের তাপমাত্রা দ্বিগুণ হয়ে থাকে।
বাংলায় কথা বললেই গ্রেফতার করা হচ্ছে, প্রয়োজনে ভাষা আন্দোলন: মমতার হুঁশিয়ারি
মমতা ব্যানার্জীর মতে, বাংলায় একের পর উন্নয়ন দেখে ভয় পেয়ে বঞ্চনার রাজনীতি করছে বিজেপি। এরপরেই তিনি বলেন, বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয়, তাহলে সেই লড়াই দিল্লিতে হবে। আমি কিন্তু ছাড়ার লোক নই।
চার ধনকুবেরের কাছেই আফ্রিকার অর্ধেকের বেশি সম্পদ
আফ্রিকার মাত্র চারজন শীর্ষ ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ৫৮ হাজার কোটি ডলার, যা পুরো মহাদেশের অর্ধেক জনগোষ্ঠী, অর্থাৎ প্রায় ৭৫ কোটি মানুষের সম্মিলিত সম্পদের চেয়েও বেশি। এছাড়া আফ্রিকার শীর্ষ ৫ শতাংশ ধনীর হাতে রয়েছে প্রায় ৪ ট্রিলিয়ন ডলার পরিমাণ সম্পদ, যা বাকি জনসংখ্যার মোট সম্পদের চেয়ে দ্বিগুণেরও বেশি। এমন তথ্য উঠে এসেছে দারিদ্র্য বিমোচন ও বৈষম্যবিরোধী আন্তর্জাতিক সংস্থা অক্সফামের প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে।
বিশ্বজুড়ে সরকারি সংস্থা-ব্যবসা প্রতিষ্ঠানে সাইবার হামলার সতর্কতা
মাইক্রোসফটের সতর্কতায় বলা হয়েছে, সরকারিভাবে ব্যবহৃত ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভ্যন্তরীণভাবে নথিপত্র ভাগাভাগির জন্য ব্যবহৃত সার্ভার সফটওয়্যারের বিরুদ্ধে ‘অ্যাকটিভ অ্যাটাক’ বা সক্রিয় সাইবার হামলা চালানো হচ্ছে। প্রতিষ্ঠানটি অবিলম্বে নির্দিষ্ট নিরাপত্তা হালনাগাদ (সিকিউরিটি আপডেট) ইনস্টল করার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়েছে।
নির্বাচনে হেরে গিয়েও ক্ষমতা ছাড়তে চান না জাপানের প্রধানমন্ত্রী
জাপানের ক্ষমতাসীন জোট দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, তার এখনই সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। রোববার তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোটাররা ভোট দিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির ইস্যুর কারণে এই নির্বাচন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ও এর অংশীদার কোমেইতোর জন্য বেশ হতাশাজনক ছিল।
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ‘গাজা গণহত্যায় সহযোগিতা’র অভিযোগ
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গাজায় গণহত্যার সহযোগী বলে অভিযোগ তুলেছে গাজায় যুদ্ধবিরোধী লেখকদের সংগঠন রাইটারস এগেইনস্ট দ্য ওয়ার অন গাজা (ডব্লিউএজিওজি)। সংগঠনটির দাবি, পদ্ধতিগতভাবে ইসরায়েলপন্থি ও ফিলিস্তিনবিরোধী অবস্থান ধারণ করে পত্রিকাটি। তাছাড়া এর শীর্ষস্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক, সম্পাদক ও নির্বাহী সদস্যের প্রভাবশালী ইসরায়েলপন্থি লবিং গোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ বিষয়ে নানা তথ্যপ্রমাণসহ একটি নথিও প্রকাশ করেছে ডব্লিউএজিওজি।
ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনকে গুলি, গাজায় নিহত আরও ১১৫
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন থামছেই না। প্রায় প্রতিদিনই ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনকে গুলি করে হত্যা করা হচ্ছে। অবরুদ্ধ এই উপত্যকায় নতুন করে আরও কমপক্ষে ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৯২ জনই ত্রাণের জন্য অপেক্ষায় করছিলেন। রোববার তারা উত্তরাঞ্চলীয় জিকিম ক্রসিং এবং দক্ষিণের খান ইউনিস এবং রাফা শহরে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন।
সিরিয়ায় দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হিকমাত আল হিজরি কে?
দ্রুজদের আধ্যাত্মিক নেতা আল হিজরির সঙ্গে দক্ষিণ আমেরিকার এক গভীর সম্পর্ক রয়েছে। তার জন্ম ১৯৬৫ সালের ৯ জুন ভেনেজুয়েলায়। তার বাবা সালমান আহমেদ আল-হিজরি সেসময় ভেনেজুয়েলায় কাজ করতেন। তিনি নিজেও একজন দ্রুজ নেতা ছিলেন। কিশোর বয়সে তিনি তার পরিবারসহ সিরিয়ায় ফিরে আসেন, যেখানে তিনি পড়াশোনা শেষ করেন এবং ১৯৮৫ থেকে ১৯৯০ পর্যন্ত দামেস্ক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়েন। দ্রুজ সম্প্রদায়ের ওয়েবসাইট আল আমামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
Leave a Reply