বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:
ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতেই এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে।
এবার এয়ার ইন্ডিয়ার প্লেনে আগুন
হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ‘অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট’ (এপিইউ)-এ আগুন লাগে। তবে এ সময় সব যাত্রী ও কর্মীরা নিরাপদে প্লেন থেকে নেমে আসেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যচুক্তি অনিশ্চিত, শুল্কারোপের শঙ্কায় দিল্লি
আগামী ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের একটি অন্তর্বর্তী বাণিজ্যচুক্তির সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ভারতীয় সরকারি সূত্রমতে, কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যের শুল্ক কমানো নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা এখনো অচল অবস্থায় রয়েছে।
এখন থেকে যুক্তরাষ্ট্রে যেতে হলে গুনতে হবে অতিরিক্ত ২৫০ ডলার
নতুন একটি অভ্যন্তরীণ নীতিমালার অধীনে বিদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের নিয়ম আরও ব্যয়বহুল ও কঠোর করলো ট্রাম্প প্রশাসন। নতুন নীতিমালায়, যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনের পাশাপাশি বিদেশি নাগরিকদের অন্তত ২৫০ ডলার ‘ভিসা ইনটেগ্রিটি ফি’ বা ‘ভিসা সততা ফি’ দিতে হবে। বাংলাদেশি টাকায় এটি প্রায় ৩০ হাজার টাকা।
হরিয়ানায় বাংলাভাষী মুসলিমদের আটক করে নির্যাতনের অভিযোগ
ভারতের রাজধানী দিল্লি লাগোয়া হরিয়ানার শহর গুরুগ্রামে পশ্চিমবঙ্গের অন্তত ছয়জন বাসিন্দাকে বাংলাদেশি সন্দেহে আটক করে শারীরিক নির্যাতন চালাচ্ছে পুলিশ, এমনই অভিযোগ করেছে তাদের পরিবার।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ অ্যাপল যেখানে ব্যর্থ, সেখানেই শাওমির চমক
২০১০ সালে শাওমি প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লেই জুন একের পর এক চমকপ্রদ সাফল্যের নজির স্থাপন করেছেন। এক দশক আগে একদিনে ২১ লাখ স্মার্টফোন অনলাইনে বিক্রি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন তিনি। আর এখন, শুধু সস্তা ফোন নয়—বিক্রি করছেন বিদ্যুৎচালিত গাড়িও। গত মাসে বাজারে ছাড়ার তিন মিনিটের মধ্যে শাওমির প্রথম বৈদ্যুতিক এসইউভি ওয়াইইউ৭-এর দুই লাখের বেশি ইউনিট বিক্রি হয়েছে।
গাজায় অপুষ্টির শিকার ৯০ হাজার নারী ও শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন
গাজায় তীব্র অপুষ্টির শিকার হয়েছেন হাজার হাজার নারী এবং শিশু। তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন। দক্ষিণ গাজার খান ইউনিসে এরই মধ্যে অপুষ্টির শিকার এক শিশুর মৃত্যু হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গাজায় অনাহারে মৃত্যুমুখে সাংবাদিকেরা, ঝুঁকি নিয়েই চলছে কাজ
অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে রয়েছেন সাংবাদিকেরাও। ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের সংগঠন সতর্ক করে বলেছে, অবিলম্বে হস্তক্ষেপ করা না হলে গাজায় থাকা শেষ সাংবাদিকরাও অনাহারে মারা যেতে পারেন।
ওমানে পতিতাবৃত্তির অভিযোগ, প্রবাসীসহ গ্রেফতার ৩০
ওমানের মাসকাট প্রদেশের মতরাহ এলাকায় একটি হোটেল থেকে পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ২১ প্রবাসী নারীসহ মোট ৩০ জনকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। রোববার (২২ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানে আকস্মিক বন্যায় ৪ পর্যটক নিহত, নিখোঁজ ১৫
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তানের দিয়ামির জেলায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত চার পর্যটক নিহত হয়েছেন। সোমবারের (২১ জুলাই) এই ঘটনায় আরও দুইজন আহত হন এবং ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
Leave a Reply