গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে আবারও বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। দেশটির রাজধানী তেলআবিবে মার্কিন দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশে যোগ দেয় বহু মানুষ।
জিম্মিদের ছবি আর প্লাকার্ড হাতে স্লোগান দেন বহু মানুষ। বিক্ষোভে অংশ নেয় জিম্মিদের পরিবারের সদস্যরাও। গাজায় দ্রুত পূর্ণাঙ্গ চুক্তির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রশাসনকে তাগিদ দেন তারা।
জিম্মিদের ছবি হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছে ইসরায়েলিরা। ছবি: আল জাজিরা।
অবিলম্বে গাজায় যুদ্ধের অবসান এবং জিম্মিদের ফেরানোর দাবিতে বিক্ষোভ হয়েছে প্রধান সড়কগুলোতেও। বন্দিমুক্তির দাবিতে ২১ মাস ধরেই প্রতি সপ্তাহে বিক্ষোভ করেন ইসরায়েলিরা। এখনও হামাসের কাছে জিম্মি ৫৮ ইসরায়েলি নাগরিক।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।