বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর ডেডলক ভাঙ্গেন সেগোভিয়া। এই গোলে ছিল মেসির অবদান। ৮০ মিনিটে সমতায় ফেরে অ্যাটলাস। বক্সে বল পেয়ে মায়ামির দুই ডিফেন্ডারকে পরাস্ত করে স্কোরলাইন ১-১ পরিণত করেন রিভালদো লোজানো।
ম্যাচের শেষ মুহূর্তে মেসির অ্যাসিস্টে মার্সেলো‘চেলো’ ভিগান্ট বল জালে জড়াতেই সমতা ভেঙে জয় নিশ্চিত হয় গোলাপি জার্সিধারীদের। শুরুতে অবশ্য অফসাইডের পতাকা উঠেছিল, পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গোলটি বৈধ ঘোষণা করে। যার সুবাদে লিগ কাপের প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নেয় মায়ামি।
এর আগে, অল-স্টার ম্যাচে না খেলায় মেসি ও তার সতীর্থ জর্দি আলবা মেজর লিগ সকারের (এমএলএস) নিয়ম অনুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচেই জবাবটা সুবজ ঘাসে দিয়ে দিলেন মেসি। পেলেন এমএলএসের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার। কারণ, জুলাই মাসে মেসি করেছেন পাঁচটি অ্যাসিস্ট ও ৮টি গোল।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।