বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:
কেউ সাতদিন আটক থাকার পর ছাড়া পেয়েও ভয়ে ঘর থেকে বেরুতে পারছেন না। যদি আবারও পুলিশ ধরে নিয়ে যায় এই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। অন্য কেউ আবার ট্রেনের টিকিট কবে পাবেন, সেই আশায় আছেন। যেদিন টিকিট পাবেন, সেদিনই চলে যাবেন। স্থানীয় শ্রমিক সংগঠন মুকুল শেখ বলেন, পশ্চিমবঙ্গের বহু মানুষ এখান থেকে চলে গেছে। যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সবাই ভয় পাচ্ছে যে পুলিশ যদি আবার বাংলাদেশি সন্দেহে আটক করে তাহলে কী হবে?
বৃহস্পতিবার (৩১ জুলাই) লোকসভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কংগ্রেস নেতা রাহুল বলেন, তিনি (ট্রাম্প) ঠিকই বলেছেন। আমি খুশি যে ট্রাম্প সত্যটা বলেছেন। বিজেপি ভারতের অর্থনীতি ধ্বংস করেছে। কেন করেছে? আদানিকে সাহায্য করতে। মোদী সরকার ভারতের অর্থনীতি, প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিকে ধ্বংস করেছে। তারা দেশ চালাতে জানে না, দেশকে ডুবিয়ে দিচ্ছে।
শেখ মঈদুলের দিকে তেড়ে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, কে কে? জয় শ্রীরাম। শুভেন্দু অধিকারীর স্লোগান শুনে শেখ মঈদুলও পাল্টা বলেন, জয় শ্রীরাম না, জয় বাংলা। এরপরই শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, হিন্দুর বাচ্চা। তৃণমূল সমর্থক শেখ মঈদুলকে পাকিস্তানি-রোহিঙ্গা বলে আক্রমণ করেন শুভেন্দু। পাল্টা আবার বিরোধী দলনেতাকেও মঈদুল বলেন, আপনি নিজে রোহিঙ্গা। এরপরেই শুভেন্দু অধিকারী বলে ওঠেন, আমি মমতাকে নির্বাচনে হারিয়েছি, চামড়া তুলে নেবো।
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। উভয় পক্ষই জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান একটি চুক্তিতে পৌঁছেছে। ফলে দক্ষিণ এশিয়ার দেশটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের হার কমবে এবং একই সঙ্গে তারা একটি চুক্তিতেও স্বাক্ষর করেছে যেখানে ওয়াশিংটন ইসলামাবাদের তেলের মজুদ উন্নয়নে সহায়তা করবে।
এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নজরে পড়েছে ছয় ভারতীয় কোম্পানি। তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের অপরাধ ইরানের পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম পণ্য অথবা পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকা। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, মার্কিন নির্বাহী আদেশ ১৩৮৪৬ অনুযায়ী, এসব লেনদেন নিষিদ্ধ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার দেশ সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। সাম্প্রতিক সময়ে তৃতীয় জি৭ দেশ হিসেবে কানাডার পক্ষ থেকে এমন ঘোষণা এলো। কার্নি বলেন, এই পদক্ষেপ গণতান্ত্রিক সংস্কারের ওপর নির্ভর করছে। এর মধ্যে রয়েছে হামাসকে বাদ দিয়ে আগামী বছর ফিলিস্তিনি কর্তৃপক্ষের নির্বাচন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে কানাডা নিজেদের পরিকল্পনা ঘোষণার পর তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন হয়ে পড়বে। কানাডার এমন ঘোষণার প্রায় ১২ ঘণ্টা পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন। তিনি সেখানে লিখেছেন, ওয়াও! কানাডা এখনই ঘোষণা করেছে যে, তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে। এটা আমাদের পক্ষে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন করে তুলবে। ওহ্ কানাডা!
দেশজুড়ে দীর্ঘ সময় ধরে চলা জরুরি অবস্থা তুলে নিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার দেশটির জান্তা সরকার জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেয়। একই সঙ্গে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরিকল্পনাও জোরদার করা হয়েছে। তবে বিরোধী দলগুলো নির্বাচন বয়কটের প্রতিশ্রুতি দিয়েছে এবং পর্যবেক্ষকরা বলছেন, সামরিক বাহিনীর ক্ষমতা সুসংহত করার জন্য নির্বাচন প্রক্রিয়াকে ব্যবহার করা হতে পারে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ২০২৩ সালে ১৭ জন সেনা আত্মহত্যা করেন, যার মধ্যে সাতজন গাজা যুদ্ধ শুরুর পরপরই আত্মহত্যা করেন। ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীতে মনোরোগ চিকিৎসক, মনোবিজ্ঞানী ও সমাজকর্মীর ঘাটতি রয়েছে, যা সেনাদের মানসিক সহায়তার অভাবে ভুগতে বাধ্য করছে।
গাজায় খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। গাজার মেডিক্যাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ত্রাণের অপেক্ষায় আরও কমপক্ষে ৭১ ফিলিস্তিনিতে হত্যা করা হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকার হাসপাতালগুলোতে দুর্ভিক্ষ এবং অপুষ্টির কারণে আরও সাতজনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।