মাহবুব পিয়াল , ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী খেলায় মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির অভিভাবক সদস্য মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার সহকারি কমিশনার ভূমি ও মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ শফিকুল ইসলাম ।
এ সময় মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম মোল্লা , মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াহিদুজ্জামান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তফা হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফরহাদ মিয়া, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিদ্যালয়ে প্রবেশের সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় খেলায় অংশগ্রহণকারী দুই দলের অধিনায়ক ও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের দশম শ্রেণী একাদশ ও নবম শ্রেণী একাদশ।
Leave a Reply