কর্মব্যস্ত জীবনে প্রতিদিন সব খেলা দেখার সুযোগ হয়ে উঠে না। তবে একটু পছন্দ অনুযায়ী খেলা দেখার জন্য আগে থেকে খেলার সূচি জানা থাকলে সুবিধা। এদিকে লাইভ বা সরাসরি খেলা দেখাতেও আগ্রহ বেশি থাকে। এ জন্য খেলার সূচি জানা জরুরি।
আজ মঙ্গলবার টরন্টোয় চলছে কানাডিয়ান ওপেন টেনিস। ইংল্যান্ডে দ্য হানড্রেডে আজ লন্ডন ডার্বি। এবার তাহলে টিভিতে আজকের খেলার সময়সূচি জেনে নেয়া যাক।
টেনিস:
কানাডিয়ান ওপেন
রাত ১০–৩০ মি., সনি স্পোর্টস ২
দ্য হানড্রেড:
লন্ডন স্পিরিট–ওভাল ইনভিন্সিবলস
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস ৫।
Leave a Reply