বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:
ভারতের ওপর শুল্ক ‘উল্লেখযোগ্য হারে’ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
ভারতীয় পণ্যের ওপর ‘উল্লেখযোগ্য মাত্রায়’ শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৪ আগস্ট) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনে তা পুনরায় বিক্রি করে ‘বড় মুনাফা’ করছে।
ট্রাম্পের শুল্ক হুমকিকে ‘অন্যায় ’ বললো ভারত
রাশিয়ার কাছ থেকে তেল আমদানির জেরে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাড়ানোর হুমকিকে ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৪ আগস্ট) এক কঠোর বিবৃতিতে বলেছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের সরবরাহে যে পরিবর্তন আসে, তা ভারতের আমদানিকে বাধ্যতামূলক করে তোলে।
ব্রাজিলে গৃহবন্দি সাবেক প্রেসিডেন্ট বলসোনারো, যুক্তরাষ্ট্রের নিন্দা
ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ২০২২ সালের নির্বাচন হেরে যাওয়ার পর ক্ষমতায় থাকার উদ্দেশ্যে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রায় এমন সময়ে এলো, যখন ট্রাম্প নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের রাজনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা তীব্রতর হচ্ছে।
সুইডেন থেকে যুদ্ধবিমান কিনছে থাইল্যান্ড
থাইল্যান্ড সরকার সুইডেনের তৈরি চারটি গ্রিপেন যুদ্ধবিমান কেনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দেশটির বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে। এই সিদ্ধান্ত এসেছে কম্বোডিয়ার সঙ্গে রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে যুদ্ধবিরতিতে পৌঁছানোর মাত্র এক সপ্তাহ পর।
উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু
ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি গ্রামে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির ফলে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ৫০ জন নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে।
১৪ লাখ আফগান শরণার্থীকে জোর করেই ফেরত পাঠাচ্ছে পাকিস্তান
প্রায় ১৪ লাখ আফগান শরণার্থীকে জোরপূর্বক আফগানিস্তানে ফেরত পাঠানোর অভিযান পুনরায় শুরু করেছে পাকিস্তান সরকার। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
জাপানে রেকর্ড তাপমাত্রা, ধান চাষ নিয়ে বাড়ছে উদ্বেগ
জাপানে চলতি গ্রীষ্মে তাপমাত্রা নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) গুনমা প্রদেশের ইসেসাকি শহরে তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি সেলসিয়াসে (১০৭.২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছায়, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এই ভয়াবহ গরমে সরকার জনগণকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে এবং ধান চাষে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করলো ভারত
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে দ্বিমুখী নীতি অনুসরণের অভিযোগ তুলেছে ভারত। দিল্লির দাবি, ভারতকে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে একচেটিভাবে দায়ী করা হচ্ছে অথচ তারা নিজেরাই মস্কোর সঙ্গে ব্যাপক বাণিজ্য করে যাচ্ছে।
পাকিস্তানজুড়ে ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবরণের দুই বছর পূর্তি উপলক্ষে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে।
Leave a Reply