খোন্দকার ইয়াকুব আলী : ৬ আগস্ট ২০২৫ ফরিদপুর জেলা বিএনপির বিএনপি উদ্যোগে বুধবার বিকাল ৪ টায় ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়, মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়। সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশে করে। মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সঞ্চালনা করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। এখানে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরেফিন সাগর, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা,যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামিমুল হক তালুকদার, সহ-সভাপতি আতিকুজ্জামান মিঠু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজ্জাম্মেল হোসেন মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, জেলা যুবদলের তথ্য যোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোন্দকার ইয়াকুব আলী, যুবদল নেতা মেহেদী হাসান খান কাবুলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতি তার বক্তব্যে বলেন ,জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তিতে এই আমরা এবং দেশে জনগন মুক্ত পাখির নেয় এখন যুক্ত। ফ্যাসিস্ট সরকার আমাদের জনগণের মুখের ভাষা হরন করে রেখেছিল এটা যখন মানুষের সহ্যের সীমা অতিক্রম করেছে তখন দেশের জনগণ মাঠে নেমে সব দলের সাথে একাত্বতা প্রকাশ করে রাস্তায় নেমে আসে এবং এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে সক্ষম হয়। সেই ঐতিহাসিক দিন কে আমরা আনন্দের সহিত স্বরন করি।
Leave a Reply