মাহবুব পিয়াল , ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখা ও ফরিদপুর মেডিকেল কলেজ শাখার আয়োজনে ঐতিহাসিক জুলাই বিপ্লব এ সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২ টায় ফরিদপুর শহরের উত্তর আলীপুর দারুন এহসান মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ড্যাব ফরিদপুর মেডিকেল কলেজ শাখার সদস্য সচিব ও দারুল এহসান মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ডা: মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার আহবায়ক ডা: মোস্তাফিজুর রহমান শামীম।
আরো উপস্থিত ছিলেন ড্যাব ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ডা রফিকুল ইসলাম, ডা: আল আমিন সরোয়ার, মেডিকেল কলেজ শাখা যুগ্ন আহবায়ক ডা: ফজলুল হক, ডা: খান মোঃ আরিফ, সিনিয়র চিকিৎসক ডা: জহুরুল ইসলাম, শাহিদুর রহমান ভুইয়া, ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এম টি আক্তার টুটুল, যুগ্ন আহবায়ক খন্দকার শামসুল আরেফিন সাগর সহ ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা ও মেডিকেল কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জুলাই বিপ্লব এ সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরকমলাপুর মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা আবুল হোসাইন।
অনুষ্ঠান শেষে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।