অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ে ব্যবহৃত লাল রং মেশানোর অপরাধে ফরিদপুরের জনপ্রিয় রেস্টুরেন্ট ‘কাচ্চি ভাই’কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে শহরের আলিপুরের মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, রেস্টুরেন্টটিতে খাবার তৈরির জন্য নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ের লাল রং ব্যবহার করা হচ্ছে। এছাড়াও সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়।
এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, খাবার তৈরির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply