1. admin@thedailypadma.com : admin :
২৪ ঘণ্টায় ভারি বর্ষণে পাকিস্তানে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৯ জনের মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় ভারি বর্ষণে পাকিস্তানে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৯ জনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২১ Time View

পাকিস্তানের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে গত ২৪ ঘণ্টায় ভারি বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা এপির খবরে জানা যায়, ২৬ জুন থেকে দেশটিতে বৃষ্টিপাতজনিত ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬০-এ দাঁড়িয়েছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

গিলগিট-বালতিস্তানের মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক জানান, ঘাজার জেলায় বৃহস্পতিবার আকস্মিক বন্যায় ১০ জন নিহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়ার বাজিকুর জেলায় ১৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। উত্তর-পশ্চিমের বাত্তাগ্রাম জেলায় ১০ জন নিহত ও ১৮ জন নিখোঁজ রয়েছেন। পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

খাইবার পাখতুনখোয়ার মানসেরা জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে আটকা পড়া প্রায় ১ হাজার ৩০০ পর্যটককে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টায় উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। জুলাই থেকে গিলগিট-বালতিস্তানে একাধিকবার আকস্মিক বন্যা হয়েছে, যা করাকোরাম হাইওয়েতে ভূমিধস সৃষ্টি করে পাকিস্তান-চীন সড়ক যোগাযোগ ব্যাহত করেছে।

এদিকে, আজাদ জম্মু ও কাশ্মীরের নাসিরাবাদে মেঘভাঙা বৃষ্টিতে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন এলাকায় নদীর পানি উপচে পড়ায় গৃহহীন হয়েছে বহু পরিবার, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, বিদ্যালয় ও কৃষিজমি। পর্যটকবাহী একটি গাড়ি স্রোতে ভেসে গেলেও সবাই জীবিত উদ্ধার হয়েছেন।

গিলগিট-বালতিস্তান ও এজেকে সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ১৫ ও ১৬ আগস্ট এজেকের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews