রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের চাচা মাহফুজুর রহমান লোটনের বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী। এই বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম থাকার খবর পেয়ে উদ্ধারের জন্য বাড়িটি নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। শনিবার সকালে এ অভিযান শুরু হয়।
এর আগে রাজশাহী মহানগরীর একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। পরে আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র লিটনের পৈত্রিক বাড়ির পাশে ডক্টর ইংলিশ নামের একটি প্রতিষ্ঠান ঘিরে রাখে ৪০ ইস্ট বেঙ্গলের একটি দল।
সেনাবাহিনীর সূত্র জানায়,শনিবার সকাল থেকে ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলভার, সঠিক কর্টিজ, ইয়ারগান শিশা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ৬টি, জিপিএস একটি, ওয়াকি-টকি ৪টি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০ টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, মনিটার ছুটি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও ৩৫টি মদের বোতল উদ্ধার করা হয়েছে।
তবে এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো তথ্য জানেন না। তবে তারা পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।