জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন ও পিআর পদ্ধতি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং ১৯ সেপ্টেম্বর দেশের সকল জেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, পি আর পদ্ধতির পক্ষের সব দলের সাথে আলোচনা চলছে, যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত হয়নি। প্রত্যেকটি দল আলাদা করে কর্মসূচি দিচ্ছে। জুলাই আন্দোলনের পক্ষের দলগুলোর সাথে একসাথে নির্বাচন করা যায় কিনা, সে বিষয়ে জামায়াত ভাবছে বলে জানান তিনি। অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধীতার কারণে জুলাই সনদের আইনগত জটিলতা নিরসন সম্ভব হচ্ছে না। সকলে মিলে ফেব্রুয়ারিতে ভালো নির্বাচন করতে পারবেন বলে আশা করেন তিনি।
৫ দফা দাবি হলো-
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।
২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।
৩. অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
Leave a Reply