আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে এক হাজারের বেশি পূজা মণ্ডপ বেড়েছে বলে জানিয়েছেন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে পূজা উদযাপন পরিষদ ও অন্যান্য সংগঠনের নেতারা এ তথ্য জানান।
বৈঠকে তাঁরা বলেন, গত বছরের তুলনায় এবছর পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে এবং সারাদেশে প্রস্তুতি চলছে জোরেশোরে। পূজা নির্বিঘ্নে আয়োজনের জন্য প্রশাসন ও সরকারের সর্বোচ্চ সহযোগিতা তাঁরা পাচ্ছেন বলেও উল্লেখ করেন।
মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, ‘‘স্থায়ী দুর্গামন্দিরের জন্য রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এটি একটি ঐতিহাসিক ঘটনা। এজন্য আমরা প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।’’
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, ‘‘গত বছর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে প্রধান উপদেষ্টা বলেছিলেন—নিরাপত্তা বাহিনী দিয়ে কড়া পাহারা বসিয়ে পূজা হবে, এমন বাংলাদেশ আমরা চাই না। এ ধরনের বক্তব্য আগে কোনো সরকারপ্রধানের মুখে শুনিনি। এটি আমাদের অনুপ্রাণিত করেছে।’’
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে বলেন, ‘‘আপনি দায়িত্ব নেয়ার পর থেকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন নজির স্থাপন করেছেন। ফেইক নিউজ ও বিভ্রান্তি ছড়ানো সত্ত্বেও ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করেছেন।’’
বৈঠকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, অসচ্ছল মন্দির, গির্জা ও প্যাগোডার জন্য কল্যাণ ট্রাস্ট থেকে সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি সুনামগঞ্জের তাহিরপুরে একটি নতুন মন্দির এবং আরেকটি মন্দিরে স্নানাগারের ব্যবস্থা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ধর্মীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘আমরা সবাই এক পরিবার। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে এবং আনন্দঘন পরিবেশে হয়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।’’
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।