মেসি হাসলেই যেন হাসে ইন্টার মায়ামি, পরিসংখ্যান বলছে তেমনি। আগের দুই ম্যাচে গোল পাননি লিওনেল মেসি, জেতেনি তার দলও। তবে আজ মেসির পায়ে গোল ফিরতেই জয়ে ফিরল মায়ামি।
আর্জেন্টাইন কিংবদন্তির গোলে ফেরার ম্যাচে বড় জয় পেয়েছে মায়ামি। বুধবার সকালে মেজর লিগ সকারে সিয়াটল সাউন্ডার্সকে মায়ামি হারিয়েছে ৩-১ গোলে
চলতি মাসের শুরুতে লিগস কাপের ফাইনালে সিয়াটলের কাছে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। সপ্তাহ দুয়েক পর ওই পরাজয়ের কিছুটা হলেও প্রতিশোধ দিতে পারল তারা।
সিয়াটলের কাছে হারের পর এমএলএসের ম্যাচে শার্লটের বিপক্ষেও হেরেছিল মায়ামি। টানা দুই হারে একটু চাপেই পড়ে গিয়েছিল দলটা। তবে ফের ত্রাণকর্তা হয়ে দেখা দিলেন মেসি।
জয়ে ফেরার ম্যাচে এক গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন মেসি। সব মিলিয়ে চলতি বছর তার গোলে অবদান হয়ে গেল ৪০টি। তাতে গড়েছেন দারুণ এক রেকর্ড।
এ নিয়ে টানা ১৯ বছর ৪০ বা তার বেশি গোলে অবদান রাখলেন আটবারের ব্যালন ডি অর জয়ী তারকা।
ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ৩৮ বছর বয়সী মেসি ১২ মিনিটেই গোল বানিয়ে দেন স্প্যানিশ সতীর্থ জর্দি আলবাকে। তবে তার প্রতিদান দিতে চুল করেনি আলবা।
৪১ মিনিটে সেই আলবার পাস থেকেই নিজের গোলটা করেন মেসি। দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। এটি মেসির ক্যারিয়ারের ৮৮০তম গোল।
আর বিরতির পর ৫২ মিনিটে আমেরিকান ইয়ান ফ্রে মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন। বিপরীতে ৬৯ মিনিটে ওবেদ ভার্গাস সাউন্ডার্সের হয়ে একটি গোল শোধ করেন।
এরপর দু’দল চেষ্টা করলেও আর গোলের স্বাদ পায়নি। ৩-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।
এই জয়ের পর ২৭ ম্যাচে ১৪ জয়, ৭ ড্র ও ৬ হারে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মায়ামি। তবে শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা এখনো ৮ পয়েন্ট পিছিয়ে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।