টি-টোয়েন্টিতে লজ্জাজনক হ্যাটট্রিক ডাকের রেকর্ড গড়লেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। এশিয়া কাপের টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে এই অপ্রত্যাশিত রেকর্ডটি গড়েন পাকিস্তানি ওপেনার।
এশিয়া কাপের চলতি আসরে পাকিস্তানের হয়ে ওপেনিং করতে নেমে প্রথম দুই ম্যাচে প্রথম বলেই সাজঘরে ফেরেন আইয়ুব। বুধবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের তৃতীয় ম্যাচটিতে প্রথম বলটি সফলভাবে উতরে গেলেও দ্বিতীয় বলে থার্ডম্যানে ঠিকই ক্যাচ দিয়ে বসেন তিনি। এর ফলে লজ্জাজনক রেকর্ডটি নামের পাশে যুক্ত হয় তার।
নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪২ ম্যাচ খেলে ৮ বারই শূন্য রানে আউট হয়েছেন এই পাকিস্তানি ওপেনার। তবে তিনি ছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে হ্যাট্রিক ডাক মেরেছেন আরও পাঁচ ব্যাটার।
উল্লেখ্য, বুধবার রাতে শাহিন শাহ আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে পাকিস্তান। ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে জায়গা করে নিয়েছে ভারতও।
Leave a Reply