যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে ডিসি ইউনাইটেডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেন এলএমটেন।
রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে ইউনাইটেডকে আতিথ্য দেয় মায়ামি।
ম্যাচের শুরু থেকেই ছিল মায়ামির দাপুটে পারফরম্যান্স। ৩৫তম মিনিটে মেসির পাস থেকে তাদেও আয়ের্দে গোল করে দলকে এগিয়ে নেন। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর শুরুতেই অবশ্য হোঁচট খায় মায়ামি। ম্যাচের ৫৩তম মিনিটে ক্রিশ্চিয়ান বেনটেকের গোলে সমতায় ফেরে অতিথিরা।
দ্বিতীয়ার্ধের ২১তম মিনিটে মেসির গোলে ফের লিড নেয় মায়ামি। এরপর ৮৫তম মিনিটে তার দ্বিতীয় গোল দলকে আরও এগিয়ে নেন আর্জেন্টাইন সুপারস্টার। চলতি মৌসুমে এটি তার ২২তম গোল।
শেষ দিকে ইনজুরি টাইমে জ্যাকব মুরেল গোলে করলেও সেটি সমতার জন্য যথেষ্ঠ ছিল না। ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
উল্লেখ্য, এই জয়ে ইস্টার্ন কনফারেন্স জোনের টেবিলে ৫ম স্থানে উঠে এসেছে মায়ামি। বুধবার সিটি ফিল্ডে নিউইয়র্ক সিটি এফসির মুখোমুখি হবে মেসিরা।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।