1. admin@thedailypadma.com : admin :
দীর্ঘ সাত বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে গকসু নির্বাচন, চলছে ভোটগ্রহণ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মৎস্য খামার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত দেশের রাজনৈতিক দলগুলো শিগগির সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল ‘জুলাই সনদ’ সই করবে দীর্ঘ সাত বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে গকসু নির্বাচন, চলছে ভোটগ্রহণ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করছেন প্রধান উপদেষ্টা বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, নিহত ৮৫ এক নজরে বিশ্ব সংবাদ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে ভারত ইনোভেশনের জরিপে বিএনপিকে ৪১.৩০ শতাংশ জামায়াতকে ৩০.৩০ শতাংশ মানুষ ভোট দিতে চায় গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু

দীর্ঘ সাত বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে গকসু নির্বাচন, চলছে ভোটগ্রহণ

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ Time View

দীর্ঘ সাত বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন।

সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ৩২ একরের ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে থাকা ১৯টি কেন্দ্রে দুপুর ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

শিক্ষার্থীদের অংশগ্রহণে ইতোমধ্যেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগ করতে পারে তারা উচ্ছ্বসিত।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে ১১টি পদে লড়ছেন ৬৩ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন। গত ১১ আগস্ট তফসিল ঘোষণার পর প্রার্থিতা যাচাই-বাছাই, চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ডোপ টেস্ট সম্পন্ন হয়েছে। কোনো প্রার্থীর রিপোর্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে।

ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা, যা বড় পর্দায় সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন শিক্ষার্থীরা। নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন থাকছে পুলিশ, র‍্যাব, আনসার ও এনএসআই এর ৩৫০ সদস্য। এছাড়া সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে এবং কুইক রেসপন্স টিমও গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু রয়েছে। এবার সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব তৈরির ক্ষেত্র তৈরি হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রথম গকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৮ সালে সরাসরি ভোটে তৃতীয় কার্যনির্বাহী সংসদ গঠিত হয়েছিল। তবে প্রশাসনিক জটিলতায় সেই সংসদ পুরো মেয়াদে কার্যক্রম চালাতে পারেনি এবং ২০২০ সালের ডিসেম্বরে তা বিলুপ্ত ঘোষণা করা হয়। দীর্ঘ পাঁচ বছর স্থবির থাকার পর আজ অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ সংসদ নির্বাচন।

গণ বিশ্ববিদ্যালয় ১৯৯৪ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সাভারের নলামে বিশ্ববিদ্যালয়টি তাদের নিজস্ব ক্যাম্পাসে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews