1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে এস আলমের নিয়োগ দেয়া অযোগ্যদের ছাটাই করে দক্ষ কর্মী নিয়োগের দাবিতে মানববন্ধন - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

ফরিদপুরে এস আলমের নিয়োগ দেয়া অযোগ্যদের ছাটাই করে দক্ষ কর্মী নিয়োগের দাবিতে মানববন্ধন

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৮ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : ২০১৭ থেকে ২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগ দেওয়া অযোগ্য কর্মকর্তাদের ছাটাই করে দক্ষ কর্মী নিয়োগ এর দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে “বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ” ও “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম”।

সোমবার সকালে ব্যাংকের ফরিদপুর শাখার সামনের সড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন “ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম” এর সভাপতি ফরিদুল হুদা, অধ্যাপক বিল্লাল হোসেন, অধ্যাপক নজরুল ইসলাম, মো: ফারুক হোসেন, মুফতি ফজলুর রহমান এবং “বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ” এর সমন্বয়ক এইচ এম সুমন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারের দোসর এস আলম ও তার সহযোগীরা ব্যাংকিং সেক্টরে প্রভাব বিস্তারের মাধ্যমে অবৈধভাবে অযোগ্যদের নিয়োগ দিয়ে ব্যাংক সেক্টরকে মেধাশূণ্য করেছে। অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অফিসাররা স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ব্যাঘাত ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করে বক্তার বলেন, স্বৈরাচার হাসিনা ও ব্যাংক ডাকাত এস আলমের ইন্ধনে অরাজকতা সৃষ্টি করে ক্রমাগত ইসলামী ব্যাংক ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক ও ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করছে।
সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশনা এবং এইচআর পলিসিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিশেষ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ না করা একটি বিশেষ অঞ্চলের কিছু অদক্ষ অফিসার ইসলামী ব্যাংকের মতো দেশের সর্ববৃহৎ একটি ব্যাংকের পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত সুনাম সুখ্যাতি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এই ধরনের নীতি নৈতিকতাহীন অফিসার ও তাদের দোসরদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এক্ষেত্রে ক্রিয়াশীল রাজনৈতিক দল, সরকার ও প্রশাসনের নীরবতা কে কোনভাবেই মেনে নেয়া হবেনা বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

ব্যাংকিং খাত ধংসের মূল হোতা পতিত স্বৈরাচারের দোসর এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দিয়ে এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নেয়ার জোর দাবি জানানো হয়।
আধিপত্য ও প্রভাব বিস্তারের মাধ্যমে নিয়োগকৃত সকল অবৈধ নিয়োগ বাতিল করে দেশের সকল অঞ্চল থেকে যোগ্যতা ও মেধা ভিত্তিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এর দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews